বুধবার ২৪ আগস্ট ২০২২ - ১০:২১
আরবাইন

হাওজা / পশ্চিমবঙ্গ থেকে বহু জায়েরিন আবার জিয়ারাতের জন্য কারবালা পাড়ি দিতে চলেছেন শোহাদা ট্যু্রের সাথে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আলহামদুলিল্লাহ পশ্চিমবঙ্গ থেকে যাওয়া জিয়ারতের কাফেলা সফল ভাবে ইরাক ও ইরানের সমস্ত জেয়ারত করার পর, শোহাদা ট্যু্র আবার জিয়ারাতের উদ্দেশ্যে রওনা দিতে চলেছে, আগামী এমাম হুসাইন আঃ চল্লিশা এবং অক্টোবর মাসে ইরান ও ইরাকের উদ্দেশ্যে বহু জায়েরিনদের নিয়ে পাড়ি দিবে এই কাফেলা, প্রতি বারের ন্যায় এবারও নেতৃত্ব দিবেন মাওলানা মির্যা বাকের তুসি সাহেব, এই কাফেলা ইরাকের পবিত্র কারবালা, নজফ আশরাফ, বাগদাদ, কাজমাইন, সামাররাহ, বালাদ, কুফা, এবং অন্যান্য পবিত্র স্থানে পৌঁছাবে। এবং ইরানের তেহরান, কুম, মাশহাদ, নিশাপুর ও অন্যান্য পবিত্র স্থানে জিয়ারতের আমল অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে, আমরা সবাই এই জায়েরিনদের জন্য শুভ কামনা করি।

শোহাদা ট্যু্র যোগাযোগ :- মাওলানা মির্যা বাকের তুসি সাহেব।+৯১ ৭৫৮ ৬৮৯ ৭০৭৭

কলকাতা, সৈয়াদ আশিক হুসাইন।+৯১ ৯৩৩১২৫৪৮৮৯

মেদিনীপুর, মাওলানা মুনির নাজাফি সাহেব ।+৯১ ৭৫৫৭৮৯৬৯৭৮

মুর্শিদাবাদ, নাজাফ মুর্শিদাবাদি।+৯১ ৯৪৭৪৫২৩২৩৮

পরিচালনায় শোহাদা ট্যু্র:- হোয়াটসঅ্যাপে বিস্তারিত জানুন।+917586897077

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha